শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গুগল, ফেসবুকে কর বসাল ফ্রান্স

ফ্রান্সের পার্লামেন্ট বৃহস্পতিবার একটি আইন পাস করেছে । ফলে গুগল, ফেসবুক, অ্যাপল, অ্যামাজনকে ফ্রান্সে অতিরিক্ত তিন শতাংশ হারে কর দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তদন্ত আহ্বান করেছেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার বলেছেন, প্যারিস ‘অন্যায়ভাবে’ যুক্তরাষ্ট্র কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, জিএএফএ (গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজন) নামে পরিচিতি পাওয়া এ আইনের আওতায় শুধু মার্কিন কোম্পানিগুলো পড়বে না। চীন, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্যের কোম্পানিকেও এ কর দিতে হবে। সবমিলিয়ে প্রায় ৩০টির মতো কোম্পানি এ করের আওতায় পড়বে। যেসব  কোম্পানি ব্যবহারকারীদের তথ্য অনলাইন বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে, যে কোম্পানিগুলোর  বৈশ্বিক বিক্রয় সাড়ে সাতশ মিলিয়ন ইউরোর বেশি এবং যাদের আয় ফ্রান্সে ২৫ মিলিয়ন ইউরোর বেশি, সেসব কোম্পানিকেই করের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ খবর