শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মার্কিন হুমকি উপেক্ষা করে তুরস্কে পৌঁছল রুশ এস-৪০০

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কে পৌঁছেছে। গতকাল এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সরঞ্জামের প্রথম চালান পেয়েছে আঙ্কারা। রাশিয়া এ চালান তুরস্কে পাঠানোর কথা নিশ্চিত করে জানিয়েছে। ওদিকে, এস-৪০০’র এ চালান রাজধানী আঙ্কারার একটি বিমান ঘাঁটিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কের বিমান-বিধ্বংসী এ রুশ প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করবে। তুরস্ক একই সঙ্গে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র এবং মার্কিন এফ-৩৫ জঙ্গি বিমান রাখতে পারে না বলে যুক্তরাষ্ট্র এর আগে দেশটিকে সতর্ক করেছিল। তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয়ই নেটো সামরিক জোটভুক্ত দেশ। কিন্তু রাশিয়ার সঙ্গেও তুরস্ক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। যুক্তরাষ্ট্রের ১০০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য তুরস্ক এর আগে চুক্তি করেছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ওই অঞ্চলে নেটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে না।

সর্বশেষ খবর