রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভয়াবহ বন্যার কবলে ভারত ও নেপাল

৩৪ জনের প্রাণহানি ৮ লাখ মানুষ পানিবন্দী

ভয়াবহ বন্যার কবলে ভারত ও নেপাল

নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বন্যার্ত মানুষ -এএফপি

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারত ও নেপাল। এ পর্যন্ত দেশ দুটিতে কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। ভারতের আসামে ৬ ও নেপালে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নেপালে আরও ১৬ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে বন্যার কারণে আসামে ক্ষতিগ্রস্ত হয়েছে আট লক্ষাধিক মানুষ। গত বৃহস্পতিবার হিমালয়কন্যা নেপালে একটানা বৃষ্টি শুরু হয়। ভারি বৃষ্টির কারণে দেশটির ৭৭টি জেলার মধ্যে ২০টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচারিত ভিডিওতে কাঠমান্ডুর বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে যেতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা রাবারের নৌকায় করে দুর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। এদিকে ভারতের আসামে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যের ২৭টি জেলার মধ্যে ২১টিই বন্যার পানিতে তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ লাখের বেশি মানুষ। ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে আসামের সবচেয়ে বড় নগরী গুয়াহাটিতে তীব্র বন্যা দেখা দিয়েছে। রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া আরও ৫টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান কর্মকর্তারা। বন্যায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানায় এনডিটিভি। আবহাওয়া অধিদফতর এ সপ্তাহে আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় শুক্রবার থেকে আসামে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ৬৮টি আশ্রয় কেন্দ্রে ৭ হাজারের বেশি বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। ২৭ হাজার হেক্টরের বেশি কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেশী অরুণাচল প্রদেশেও তীব্র বন্যা দেখা দিয়েছে। সেখানে চীন সীমান্তবর্তী তাওয়াং জেলায় ভূমিধসে দুই স্কুল শিক্ষার্থী মারা গেছে। গত মঙ্গলবার থেকে সেখানে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকায় ভূমিধসে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। আসামে উজানের চা-বাগানসমৃদ্ধ ধেমাজী ও লাখিমপুর এবং ভাটিতে বনগাইগাঁও ও বারপেতা শহর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তরা জানান, উজান থেকে নেমে আসা ঢল বিভিন্ন ভ্যালি হয়ে ভাটি এলাকা প্লাবিত করছে। প্রতিবেশী দেশ ভুটানেও পাহাড়ের পাদদেশে বিভিন্ন এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে বন্যার পানি প্রবেশ করায় সেখানকার প্রাণীগুলো সংকটে পড়েছে।

সর্বশেষ খবর