সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তাইওয়ান উপকূলে চীনের মহড়া

যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাইওয়ানের অস্ত্র ক্রয় নিয়ে উত্তেজনার মধ্যেই চীনের সামরিক বাহিনী তাদের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূল এলাকায় বিমান ও নৌ মহড়া চালিয়েছে। গতকাল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব মহড়ার খবর দিয়েছে। বেইজিংয়ের তুমুল আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র সম্প্রতি স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে ২২০ কোটি ডলারের ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রিতে সম্মত হয়েছে। এতে পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে দুই দেশের চলমান বিরোধের মধ্যেই তাইওয়ানকে ঘিরে চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশ বিবেচনা করে চীন।

তাইওয়ান স্বাধীন হওয়ার চেষ্টা করলে শক্তিপ্রয়োগ করে দ্বীপটিকে ভূখ ভুক্ত করা হবে বলে হুমকি দিয়ে রেখেছে তারা।

 

সর্বশেষ খবর