মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

যাত্রার আগে স্থগিত চন্দ্রযান-২ উড়াল

যাত্রার আগে স্থগিত চন্দ্রযান-২ উড়াল

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের চন্দ্রযান-২-এর যাত্রা স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ২টা ৫১ মিনিটে চন্দ্রযান-২-এর যাত্রা করার কথা ছিল। এ উপলক্ষে কাউন্টডাউন শুরু হয়েছিল। ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরো) বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে কাউন্টডাউনের ৫৬ মিনিটের মাথায় যাত্রা স্থগিত হয়েছে। শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে চন্দ্রযানের ভারতের পূর্ব উপকূলের দিকে যাওয়ার কথা ছিল। শিগগিরই যাত্রার নতুন তারিখ জানানো হবে, বলছে ভারতীয় মহাকাশ সংস্থা। ভারতের আশা ছিল, চন্দ্রযান-২ প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। এজন্য ভারত ১৫ কোটি ডলার ব্যয় করেছে। চন্দ্রযান-২-এর লক্ষ্য ছিল চাঁদে পানি, খনিজ পদার্থের খোঁজ করা। যাত্রা সফল হলে ভারত হতো চতুর্থ দেশ, যাদের যান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করত। ইসরো-প্রধান কে শিবন বলেন, মহাকাশ সংস্থা এর আগে এত জটিল অভিযান চালায়নি। যাত্রা সফল হলে এ বছরের সেপ্টেম্বরের শুরুতে চন্দ্রযানের চাঁদের দক্ষিণে পৌঁছানোর কথা ছিল। ২০০৮ সালে ভারত প্রথম মহাকাশযান চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে।

তবে এটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেনি। চন্দ্রযান-১ রাডার ব্যবহার করে চাঁদে পানির খোঁজ চালায়। চন্দ্রযান-২ অভিযানে ভারত খুবই শক্তিশালী রকেট ব্যবহার করেছে। এ রকেটের ওজন ৬৪০ টন। উচ্চতা ১৪৪ ফুট। এটি ১৪ তলা ভবনের সমান উঁচু। মহাকাশযানটির ওজন ২ হাজার ৩৭৯ কেজি।

সর্বশেষ খবর