বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্যায় ডুবছে দক্ষিণ এশিয়া, শতাধিক প্রাণহানি

ভারি বর্ষণ ও বন্যায় বিপর্যন্ত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল, ভারত ও বাংলাদেশ। মৌসুমি বৃষ্টিতে তিন দেশের বেশির ভাগ নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ায় অন্তত ৪০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্যার কারণে মারা গেছেন আরও শতাধিক মানুষ। ভারতে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে  দেশটির দারিদ্র্যপীড়িত প্রদেশ আসাম এবং বিহার। উত্তরপূর্বাঞ্চলীয় আসামে পানি বাড়তে থাকায় গত ১০ দিনে কয়েক লাখ মানুষ বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল বলেছেন, ‘আসামের ৩২টি জেলায় বন্যায় ভয়াবহ। আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি।’

সর্বশেষ খবর