বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আকাশসীমা খুলে দিল পাকিস্তান

পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহারে ভারতের উড়োজাহাজগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতের উড়োজাহাজগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারত না।

খুলে দেওয়ায় এয়ার ইন্ডিয়ার জন্য বেশ স্বস্তিদায়ক খবর বলে মনে করা হচ্ছে। কারণ, পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ হওয়ায় বিকল্প আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছিল এয়ার ইন্ডিয়াকে। এতে ভারতের রাষ্ট্রীয় এই এয়ারলাইন্স ২ জুলাই পর্যন্ত ৪৯১ কোটি রুপি লোকসান করে। এ সময় বেসরকারি এয়ারলাইন্স স্পেসজেট ৩০ কোটি ৭০ লাখ রুপি, ইনডিগো ২৫ কোটি ১০ লাখ রুপি এবং গোএয়ার ২ কোটি ১০ লাখ রুপি লোকসান করে। ভারতের সবচেয়ে লাভজনক এয়ারলাইন্স ইনডিগো দিল্লি থেকে ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে ব্যর্থ হয়।

 

সর্বশেষ খবর