শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জাপানে অ্যানিমেশন স্টুডিও নাশকতায় নিহত ২৩

জাপানের কিয়োটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ২৩ জন মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম একজন পুলিশের বরাত দিয়ে জানায়, গতকাল সকালে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিওতে এক ব্যক্তি গোপনে প্রবেশ করে কোনো অজানা এক ধরনের তরল পদার্থ স্প্রে করে। জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই ঘটনায় এখনো অন্তত ৩০ জন নিখোঁজ  হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি, তবে তাকে আটক করা হয়েছে এবং তার শরীরে চোট থাকায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক কী - সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে বিস্ফোরণের শব্দের সঙ্গে অগ্নিস্ফূলিঙ্গ দেখা যায় এবং পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। জাপানের কর্মকর্তারা বলছেন, অন্তত ২৩ জনকে ‘কার্ডিও পালমোনারি অ্যারেস্ট’ হওয়া অবস্থায় পাওয়া গেছে। কিয়োটো অ্যানিমেশন, যা কিওআনি হিসেবেও পরিচিত, এটি ১৯৮১ সালে নির্মিত হয়। জাপানের বেশকিছু জনপ্রিয় অ্যানিমেশন শো নির্মাণ করেছে এই স্টুডিওটি। অগ্নিকান্ডের ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই তাদের শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর