মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

অবশেষে উড়ল চন্দ্রযান-২

অবশেষে উড়ল চন্দ্রযান-২

অবশেষে ভারতবাসীর স্বপ্ন নিয়ে চাঁদের দেশে পাড়ি দিয়েছে চন্দ্রযান-২। গতকাল কাউন্টডাউন শেষে স্থানীয় সময় ২টা ৪৩ মিনিটে এ যানটি যাত্রা শুরু করেছে। গত ১৫ জুলাই উৎক্ষেপণের কথা থাকলেও একেবারে শেষ মুহূর্তে যাত্রা স্থগিত হয়েছিল। কারণ হিসেবে তখনই যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিল ইসরো। রকেট থেকে তরল গ্যাস নির্গত হওয়ার কারণেই ডানা মেলার ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগেই স্থগিত করা হয়েছিল জিওসিনক্রোনাস স্যাটেলাইট ল ভেহিকল মার্ক থ্রির অভিযান। এই রকেটের একটা ডাক নামও আছে। ভারতের সবচেয়ে শক্তিশালী এই রকেটের ডাক না দেওয়া হয়েছে ‘বাহুবলী’। চন্দ্রযানকে অনেকটা ঘাড়ে করেই মহাকাশে নিয়ে যাবে এটি। ইসরো জানিয়েছে গতকালই পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেছে চন্দ্রযান ২। ইসরোর ওই রকেটে চেপেই চাঁদের অন্ধকার দিকের রহস্য উদ্ঘাটন করবে চন্দ্রযান-২। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর ‘লুনার সারফেস’ বা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে যানটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর