শিরোনাম
মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইরানে ১৭ সিআইএ চর আটক, মৃত্যুদন্ড

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র একটি চর চক্রের ১৭ জন সদস্যকে আটক করেছে। এদের মধ্যে কয়েকজনের মৃত্যুদন্ডও ইতিমধ্যে কার্যকর করেছে। ইরানের দাবি চক্রটি সমন্বিতভাবে ইরানের ভিতরে তৎপর ছিল। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী দফতরের পরিচালক গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সিআইএ’র হয়ে কাজ করা ১৭ জন  পেশাদার গুপ্তচরকে গত ১৮ জুন আটক করা হয়েছে।

 তিনি জানান, এসব গুপ্তচর সরকারের বিভিন্ন সংস্থা ও বেসরকারি সেক্টরে কর্মরত ছিল যাদের সঙ্গে কয়েকটি  কেন্দ্রের যোগাযোগ রয়েছে। এসব কেন্দ্রে তাদের জন্য ঠিকাদার হিসেবে কাজ করে। দেশের অর্থনৈতিক, পরমাণু, সামরিক ও সাইবার প্রতিষ্ঠানের ভিতরে এসব কেন্দ্রের অস্তিত্ব¡ বিদ্যমান। আটক ১৭ ব্যক্তি আলাদাভাবে কাজ করছিল এবং তাদের একজনের সঙ্গে অন্যজনের কোনো যোগাযোগ নেই।

সর্বশেষ খবর