মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

বিশ্বব্যাপী নিন্দা-সমালোচনার মধ্যেও পূর্ব জেরুজালেম উপকণ্ঠে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দিচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ওই বাড়িঘর অধিকৃত পশ্চিম তীরের সীমানা বেড়ার খুব কাছে নির্মাণ করা হয়েছে, যা অবৈধ। বাড়িঘরগুলো পূর্ব জেরুজালেমের শেষ প্রান্ত ‘সুর    বাহার’ এ অবস্থিত। সেখানকার বাসিন্দারা বলছেন, তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বাড়িঘর নির্মাণ করেছিলেন। বরং ইসরায়েল পশ্চিম তীরের ভূমি দখলের পাঁয়তারা করছে। অন্যদিকে, ইসরায়েলের সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়, নির্মাণ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সুর বাহারে বাড়িঘর তৈরি করা হয়েছে। সুর বাহারের সীমানাঘেঁষা গ্রাম ওয়াদি হুমুসে গতকাল ৭০০ ইসরায়েলি পুলিশ ও ২০০ সেনা ওই অভিযানে অংশ নেয় বলে জানিয়েছে বিবিসি। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। পরে তারা আস্তে আস্তে পূর্ব জেরুজালেমও দখল করা শুরু করে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই জেরুজালেমের বাসিন্দাদের তাদের নিজ বাড়ি ও জমি থেকে জোর করে হটিয়ে দেওয়া হচ্ছে, এটিও তারই অংশ। এভাবে জোর করে ভূমি দখল যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’

যদিও ইসরায়েলের ভাষ্য, ‘অবৈধ ওইসব বসতি তাদের জন্য ব্যাপক নিরাপত্তা হুমকি।’

ফিলিস্তিনিরা বলছেন, নিরাপত্তার অজুহাতে তাদের শহর থেকে দূরে সরানো, ওই এলাকা দখল এবং নতুন ইসরায়েলি বসতির দিকে রাস্তা তৈরির জন্য এই অভিযান চালানো হচ্ছে।

এদিকে, ভবন ভাঙার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এটা ‘দুই রাষ্ট্র সমাধানের পথ এবং দীর্ঘমেয়াদি শান্তির আশাবাদকে দুর্বল করছে।’

সর্বশেষ খবর