বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রস্তুতি খুব সামান্য

অস্ট্রেলীয় গবেষণা প্রতিষ্ঠানের তথ্য

রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদাপূর্ণ অবস্থান ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মতো পরিবেশ এখনো নিশ্চিত করতে পারেনি মিয়ানমার। দেশটি রোহিঙ্গা প্রত্যাবাসনে যে ধরনের প্রস্তুতি নিয়েছে তা খুবই যৎসামান্য। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা এক নতুন প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। গতকাল গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সাইবার পলিসি সেন্টার অব দ্য অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই)।  প্রতিবেদনেও বলা হয়েছে, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার যৎসামান্য প্রস্তুতি নিয়েছে। ‘ম্যাপিং কন্ডিশন্স ইন রাখাইন স্টেট’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ‘চলমান সহিংসতা, অস্থিতিশীলতা, ইন্টারনেট ও যোগাযোগ প্রযুক্তিতে বিঘœ ঘটা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্যের স্বল্পতা থাকার কারণে উদ্বেগ তৈরি হয়েছে।’

এএসপিআইর গবেষক নাথান রুসার বলেন, ‘আমাদের স্যাটেলাইট বিশ্লেষণে ২০১৮ এবং ২০১৯ সালজুড়ে জনবসতির এলাকায় অব্যাহত ধ্বংসযজ্ঞের আলামত পরিষ্কারভাবে শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার বিষয়ে মিয়ানমার সরকারের সদিচ্ছার ব্যাপারে গুরুতর প্রশ্ন উঠেছে।’

সর্বশেষ খবর