শনিবার, ২৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুদ্ধবাজদের জন্য হুঁশিয়ারি : কিম

গত পরশু আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ফলে কোরীয় উপদ্বীপে শান্তির অন্বেষণ অনেকটা থেমে গেল। উত্তর কোরিয়া এ জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়াকে দায়ী করেছে। দেশটি বলছে,  দক্ষিণ কোরিয়ার ‘যুদ্ধবাজদের’ অস্ত্র আমদানি এবং বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়া বন্ধে হুঁশিয়ারি স্বরূপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গতকাল উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে ‘আমাদের দেশের নিরাপত্তায় দক্ষিণের যে সরাসরি ও সম্ভাব্য হুমকি বিদ্যমান তা উপড়ে ফেলতে ধারাবাহিক অত্যাধুনিক-শক্তিশালী অস্ত্র ব্যবস্থাপনা গড়ে তোলা ছাড়া উপায় নেই।

সর্বশেষ খবর