মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

নাইজেরিয়ার একটি জানাজা অনুষ্ঠানে জঙ্গি সংগঠন  বোকো হারামের গুলিবর্ষণে কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে এ হামলার ঘটনা ঘটে। গতকাল বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, অঞ্চলটি জুড়ে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর হামলা  বেড়েই চলেছে। দশক ধরে চলতে থাকা এ সহিংসতায় হাজার হাজার মানুষ মারা গেছে। বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে ২০ লাখের বেশি মানুষ। খবরে বলা হয়, অঞ্চলটি জুড়ে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর হামলা বেড়েই চলেছে। দশক ধরে চলতে থাকা এ সহিংসতায় হাজার হাজার মানুষ মারা গেছে। বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে ২০ লাখের বেশি মানুষ। একজন প্রত্যক্ষদর্শী জানান, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির কাছের গ্রামটিতে গত শনিবার বন্দুকধারীদের মোটরসাইকেল ও ভ্যানে পৌঁছাতে  দেখেছেন তিনি। স্থানীয় সরকার কর্মকর্তা মুহাম্মেদ বুলামা বলেন, দুই সপ্তাহ আগে বোকো হারামের ১১ সদস্যকে গ্রামবাসীরা মেরে ফেলে। এর প্রতিশোধ হিসেবেই এ হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে দেখেছেন, নিহত ব্যক্তিদের স্বজনরা লাশ খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর