বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রুশ মিসাইল কিনছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রুশ মিসাইল কিনছে ভারত

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে মার্কিন চোখ রাঙ্গানি উপেক্ষা করেই এবার রাশিয়ার সঙ্গে অত্যাধুনিক আর-২৭ মিসাইল কেনার চুক্তি স্বাক্ষর করল ভারত। ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে কেনা হবে এ ঘাতক যুদ্ধাস্ত্র। রাশিয়ায় নির্মিত এ ক্ষেপণাস্ত্র যুক্ত হবে ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে। আর-২৭ ক্ষেপণাস্ত্র কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ার কথা জানানো হয়েছে সরকারি সূত্রে। অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিন বা রাত যে কোনো আবহাওয়াতে মাঝ আকাশে লক্ষ্যে নিখুঁত আঘাত হানতে সক্ষম এ রুশ ক্ষেপণাস্ত্র। মিসাইলটির দৈর্ঘ্য ৪ মিটার, ব্যাস ০.২৩ মিটার, ডানার পরিসর ০.৭৭ মিটার ও ওজন ২৫৩ কিলোগ্রাম। ২৫ কিলোমিটার উচ্চতা থেকেও ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া যায়।

সর্বশেষ খবর