বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ের বিক্ষোভকে ‘ভয়ঙ্কর’ বলল চীন

হংকংয়ে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে ‘ভয়ঙ্কর’ বলে নিন্দা জানিয়েছে চীন। এই বিক্ষোভের ফলে আইনের শাসনের মারাত্মক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছে বেজিং। চীনের হংকং ও ম্যাকাও বিষয়ক মুখপাত্র ইয়াং গুয়ান বলেন, উগ্রপন্থিরা অপরাধমূলক কাজ করছে। আমরা সাধারণ জনগণকে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি আইনের শাসন রক্ষায় এগিয়ে আসবে জনগণ।

হংকংয়ে গণতন্ত্রপন্থিদের চলমান সরকার বিরোধী বিক্ষোভে ফের পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের কঠোর আচরণের বিরুদ্ধেও তারা আওয়াজ তুলেছে। শনিবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় ইউয়েন লং শহরে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পর রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর