বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

সংক্ষপে

‘ভৌগোলিক অখন্ডতা নিয়ে ইরান আপস করবে না’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ভৌগোলিক অখ তা ও সমুদ্রসীমা নিয়ে তার দেশ কারও সঙ্গে আপস করবে না। ইরানের জাতীয় সংসদ মজলিশে শূরার উন্মুক্ত অধিবেশনে  সোমবার তিনি একথা বলেন। জারিফ বলেন, যখন ইরানের  ভৌগোলিক অখ-তা ও পানিসীমার প্রশ্ন আসবে তখন ৪০ বছরে ইরান যে সম্মান অর্জন করেছে তা নিয়ে কারও সঙ্গে আলোচনা করবে না; বর্তমান প্রশাসন এ বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

 

নেতানিয়াহুর জন্য গান গাইলেন সেই সৌদি ব্লগার!

ফিলিস্তিনে জুতাপেটা খাওয়া সৌদি আরবের ব্লগার  মোহাম্মদ সৌদ এবার গান গাইলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীনেতানিয়াহুর জন্য। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় তার প্রশংসায় ওই ব্লগার একটি গান পরিবেশন করেন। হিব্রু ভাষার ওই গানটি লিখেছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়াহ।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর