বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে গতকাল আবারও দুটি স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ভোরে ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এবারের ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার উপরে উঠে ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) গিয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্রগুলো গত সপ্তাহে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর ‘চেয়ে আলাদা ধরনের’ বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস (জেসিএস) জানিয়েছে। রয়টার্স

সর্বশেষ খবর