বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাশিয়া থেকে চীন যেতে লাগবে মাত্র আট মিনিট

এমন একটি আন্তসীমান্ত ক্যাব্লকার তৈরি করা হচ্ছে, যেটিতে রাশিয়া থেকে চীন যেতে লাগবে মাত্র আট মিনিট। এটিই হতে যাচ্ছে বিশ্বের একাধিক দেশের মধ্যে চলাচলকারী প্রথম আন্তসীমান্ত ক্যাবলকার। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এ ক্যাবলকারে করে মাত্র আট মিনিটেই রাশিয়া থেকে চীন যাতায়াত করা যাবে। ক্যাবলকারটি রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লাগোভেশচেনস্ক ও চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইহে শহরের মধ্যে চলাচল করবে। দুই শহরের মধ্যে দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। ভ্রমণের সময় ক্যাবলকারের যাত্রীরা উপভোগ করতে পারবেন পাহাড় ও নদীর অপরূপ সৌন্দর্য। সিএনএন।

সর্বশেষ খবর