শিরোনাম
শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই ব্যাংককে বোমা বিস্ফোরণ

আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই ব্যাংককে বোমা বিস্ফোরণ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তিনটি স্থানে ছয়টি  বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। থাইল্যান্ডে যখন বোমা হামলা হয়েছে তখন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বের ক্ষমতাধর  দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলছিল। রয়টার্সের খবরে জানা যায়, গতকাল স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্যাংককের দুটি স্থানে ছোট আকারে বিস্ফোরণের খবর পাওয়া যায়। কিছুক্ষণ পরেই শহরের উত্তরাঞ্চলের সরকারি ভবনে তৃতীয়  বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যাংককে মোট ৬টি বিস্ফোরণের ঘটনা ঘটে। থাইল্যান্ডের ইরাওয়ান মেডিকেল সেন্টারের বরাত দিয়ে বলা হয়েছে এসব বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে চার ব্যক্তি আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আঘাত পাননি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

সর্বশেষ খবর