শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

শিশুর ৫২৬ দাঁত অপসারণ

শিশুর ৫২৬ দাঁত অপসারণ

সাত বছর বয়সী এক শিশুর চোয়াল থেকে ৫২৬টি দাঁত অপসারণ করা হয়েছে। এতে হতবাক হয়েছেন চিকিৎসকরাও। ভারতের  চেন্নাইয়ের এক হাসপাতালে অস্ত্রোপচারের পর খবরটি সামনে এসেছে।

চেন্নাইয়ের চিকিৎসকরা বলেছেন, সাত বছর বয়সী রবীন্দ্রনাথের চোয়াল থেকে ৫২৬টি দাঁত অপসারণ করা হয়েছে।

আরও ছোট বয়স থেকেই চোয়ালে অস্বস্তি হতো শিশু রবীন্দ্রনাথের। তিন বছর বয়স থেকেই শিশুটি ওর বাবা-মাকে বলে আসছে সে কথা। এর চার বছর পর চিকিৎসকরা তার চোয়ালের (ডান পাশের নিচের দিক) ভিতরে প্রচুরসংখ্যক দাঁতের মতো শক্ত কিছুর অস্তিত্ব পান। সেগুলো অপসারণ করেছেন চিকিৎসকরা।

সন্তানের মুখে ক্যান্সার হয়েছে কি না, এই ভেবে ওকে চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে ভর্তি করিয়েছিলেন বাবা-মা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর