শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

শক্তিশালী ভূমিকম্প চিলিতে। স্থানীয় সময় বৃহস্পতিবারের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮ মাত্রার। এ ঘঁনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, মধ্য চিলির ভালপারাইসোর উপকূলীয় শহরের দক্ষিণ-পশ্চিমে ১৪০ কিলোমিটারে এ কম্পন অনুভূত হয়। চিলির ন্যাশনাল এমারজেন্সি অফিস থেকে জানানো হয়েছে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

 

 

শিকারি তিমির মুখে সি লায়ন

বন্যপ্রাণী বিষয়ক এক চিত্রগ্রাহক দর্শনীয় একটি ছবি তুলেছেন। ছবিটি দেখে মনে হচ্ছিল, অতিকায় এক তিমির খাবার হয়ে পেটে ঢুকে যাবার আগে বাঁচার চেষ্টা করছে অসহায় একটি সি লায়ন (সামুদ্রিক সিল)। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার মন্টেরি উপসাগরে এক নৌভ্রমণে এ ছবিটি তোলেন চেজ ডেকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর