সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীর ছাড়ছে হাজার হাজার তীর্থযাত্রী

পাঁচ অনুপ্রবেশকারীকে হত্যার দাবি ভারতের

জঙ্গি হামলার আশঙ্কায় রাজ্য সরকারের নির্দেশনা জারির পর কাশ্মীর ছাড়তে শুরু করেছে হাজার হাজার তীর্থযাত্রী। কাশ্মীরের এক কর্মকর্তা জানিয়েছেন, হাজার হাজার পর্যটক, তীর্থযাত্রী ও শ্রমিক এ এলাকা ছেড়ে গেছে। তবে তিনি বলেন, ২০ হাজারেরও বেশি হিন্দু তীর্থযাত্রী ও ভারতীয় পর্যটক এবং ২ লাখের বেশি শ্রমিক এ এলাকা ছেড়ে চলে গেছে। রয়টার জানিয়েছে, রাজ্য সরকারের নির্দেশনার পর কাশ্মীরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতের নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলা চালানো হতে পারে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। এই সতর্কতার পর তীর্থযাত্রীদের কাশ্মীর ছাড়ার নির্দেশনা জারি করে রাজ্য সরকার। বেঙ্গালুরের বাসিন্দা প্রভাকর আয়ার রাজ্য সরকারের নির্দেশনা জারির পর বাড়ি ফিরেছেন। তিনি বলেন, ‘যখন ওই নির্দেশনা জারি করা হয় তখন আমি ডাল লেকের হাউজবোটে ছিলাম। বুঝতে পারিনি কেন এ এলাকা ছাড়ার অনুরোধ করা হচ্ছে। এখানে তো সবই স্বাভাবিক’।

এদিকে জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে পাঁচ পাকিস্তানি অনপ্রবেশকারীকে হত্যার দাবি করেছে ভারতের সেনাবাহিনী। চলতি সপ্তাহে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) ওই পাঁচ অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করা হয় বলে গতকাল জানিয়েছে এনডিটিভি। তারা ভারতে প্রবেশ করে কেরান সেক্টরের অগ্রবর্তী চৌকিতে হামলার চেষ্টা করছিল, কিন্তু অনুপ্রবেশের  চেষ্টাকালেই তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাদের লাশ নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে বলেছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।

সর্বশেষ খবর