সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মস্কোতে নির্বাচন দাবিতে বিক্ষোভ, ৮ শতাধিক আটক

মস্কোতে নির্বাচন দাবিতে বিক্ষোভ, ৮ শতাধিক আটক

অবাধ নির্বাচনের দাবিতে ডাকা বিক্ষোভে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কোতে জড়ো হওয়া আটশরও  বেশি লোককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রাশিয়ার সুপরিচিত বিরোধীদলীয় নেতা লিউভব  সোবলও ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। পুলিশি অভিযানের আগেই কর্তৃপক্ষ শনিবারের এ বিক্ষোভ কর্মসূচিকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে এতে অংশ  নেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করেছিল। অপরদিকে সরকারবিরোধী বিক্ষোভকারীরা জানিয়েছেন, সেপ্টেম্বরে মস্কোর স্থানীয় নির্বাচনে লড়তে চাওয়া বিরোধী প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে তারা শান্তিপূর্ণ ওই পদযাত্রার ডাক দিয়েছিলেন। কর্মসূচি শুরুর কয়েক মিনিট আগে পুলিশ একটি ট্যাক্সি থেকে  সোবলকে আটক করে তাদের ভ্যানে তুলে নিয়ে যায়। সোবলসহ আটকদের বেশিরভাগকেই ছেড়ে দিয়েছে পুলিশ। বিক্ষোভে অংশ নিতে জড়ো হওয়া লোকের সংখ্যা পুলিশ কমিয়ে দেখালেও বিরোধীদলের কর্মী-সমর্থকরা বলছেন, শনিবারের বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ অংশ নিয়েছে ।

সর্বশেষ খবর