বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিজেপিতে শোভন চ্যাটার্জি

কলকাতা প্রতিনিধি

বিজেপিতে যোগ দিলেন কলকাতা পৌরসভার সাবেক মেয়র, পশ্চিমবঙ্গের সাবেক ফায়ার সার্ভিসমন্ত্রী শোভন চ্যাটার্জি (৫৫)। গতকাল দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপিতে নাম লেখান শোভন। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে বছর দেড়েক আগে পর্যন্ত রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শোভন।

তৃণমূলের ঘরোয়া রাজনীতিতে দিদির (মমতা) সঙ্গে ভাই কাননের (শোভন) সম্পর্ক ছিল রীতিমতো ঈর্ষণীয় বিষয়। কিন্তু কালের পাকচক্রে গত বছরের শেষের দিকে দিদি-কাননের দূরত্ব বাড়তে থাকে। গত বছরের নভেম্বর মাসে রাজ্য মন্ত্রিসভা থেকে ও কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন। গত সপ্তাহেই শোভনকে দলে ফেরাতে তার সঙ্গে কথা বলেন তৃণমূলের মহাসচিব ও রাজ্যটির মন্ত্রী পার্থ চ্যাটার্জি, কিন্তু তিনিও ব্যর্থ হন। 

বর্তমানে তিনি তৃণমূলের ‘বেহালা পূর্ব’ কেন্দ্রের বিধায়ক। আবার কলকাতা পৌরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়ের পর শোভন চ্যাটার্জি হলেন দ্বিতীয় প্রভাবশালী রাজনীতিবিদ যিনি বিজেপিতে যোগ দিলেন। স্বাভাবিকভাবেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

সর্বশেষ খবর