শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কলকাতায় প্রাকৃতিক দুর্যোগে পর্যটক

কলকাতা প্রতিনিধি

কলকাতায় ঘুরতে এসে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে একাধিক বাংলাদেশি নাগরিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকেই।  গতকাল বিকালে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করতে এসেছিলেন বাংলাদেশের অনেকে।  কিন্তু সেখানে গতকাল হঠাৎ করে শুরু হয় তুমুল বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাত।   বজ্রাঘাতে কমবেশি আহত হন ১৭ জন। পরে তাদের উদ্ধার করে কলকাতার এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় কলকাতার এক নাগরিকের। দমদমের বাসিন্দা ওই ব্যক্তির নাম সুবীর পাল (৩৪)। আহতদের মধ্যে বাংলাদেশের ছয় নাগরিক রয়েছেন।

 এরা হলেন- নারায়ণগঞ্জের বাসিন্দা কাজী জহিরুদ্দিন মিঠুর দুই ছেলে কাজী রেয়াজুদ্দিন মহিন (৮) ও কাজী মিরাজুদ্দিন আরবী (৬)। যশোরের বাসিন্দা কাকলি রানী (৪৫), অবন্তী বিশ্বাস (৮) ও বৃত্তি বিশ্বাস (১৬)।  খুলনার বাসিন্দা জয়ন্তী রানী সরকার (৫৩)।  

সর্বশেষ খবর