রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাঘাদকে ফিরিয়ে দিতে জর্ডানকে ইরাকের চাপ

রাঘাদকে ফিরিয়ে দিতে জর্ডানকে ইরাকের চাপ

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ফিরিয়ে দেওয়ার জন্য জর্ডানকে চাপ দিচ্ছে বাগদাদ। জর্ডানে অবস্থানরত যে কয়জন ইরাকিকে ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে ইরাকি পার্লামেন্ট, তাদের মধ্যে এই বিরোধীদলীয় নেতা রয়েছেন। সৌদি আরবের ‘ওকাজ’ পত্রিকার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।

ইরাকের সরকারি সূত্র ওই পত্রিকাকে জানিয়েছে, পার্লামেন্টে রাজনৈতিক বণ্টক হিসেবে সংকটে পড়েছেন ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। জর্ডানে অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদসহ বিরোধীদলীয় কয়েকজন রাজনৈতিক নেতাকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন তারা। জর্ডানে বসবাসরত সাদ্দামের পঞ্চম মেয়ে ও অন্য ইরাকিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করার অভিযোগ করছে ইরাক সরকার।

সর্বশেষ খবর