সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন হলে যুদ্ধ চলবে : তালেবান

আফগানিস্তানের উগ্র তালেবান গোষ্ঠী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আগামী মাসে সেদেশে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে দেশটিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার শামিল। আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহেল শাহিন গতকাল বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যখন আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তখন সেদেশে নির্বাচন হলে তা হবে যুদ্ধ ঘোষণার নামান্তর। তালেবান আলোচনার মাধ্যমে আফগান সংকটের সমাধান করতে চায় বলে শাহিন দাবি করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা চূড়ান্ত হয়েছে দাবি করে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সৈন্য প্রত্যাহারের চুক্তি করার পর আফগান পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসবে তালেবান। তারা কাবুল সরকারের সঙ্গে  যে কোনো রকমের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

সর্বশেষ খবর