সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাকিরের বসবাসের অনুমতি বাতিল হতে পারে : মাহাথির

জাকিরের বসবাসের অনুমতি বাতিল হতে পারে : মাহাথির

‘বিতর্কিত’ ধর্ম প্রচারক জাকির নায়েকের মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির  মোহাম্মদ। সম্প্রতি মালয়েশিয়ার সংখ্যালঘুদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিপাকে পড়েন জাকির নায়েক। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। মাহাথির বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে জাকির নায়েকের বিতর্কিত মন্তব্যের বিষয়টি প্রমাণিত হলে তার বসবাসের অনুমতি বাতিল জরুরি হয়ে পড়বে। মালয়েশিয়ায় হিন্দুরা ভারতীয় মুসলিমদের থেকে শতগুণ বেশি সুযোগ পায় এমন মন্তব্য করে ফেঁসে যান তিনি। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাকে    স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছিলেন। গত ৩ বছর ধরে মালয়েশিয়াতেই আছেন জাকির নায়েক।

সর্বশেষ খবর