বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ব্রেক্সিট সমস্যা

ইউরোপের কাছে বরিস জনসনের ‘আবদার’

ইউরোপের কাছে বরিস জনসনের ‘আবদার’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন করে বিচ্ছেদ চুক্তি নিয়ে আলোচনা করতে চান? ইইউ এখনো তার চিঠির জবাব দেয়নি। জনসন বার্লিন ও প্যারিসে গিয়ে তদবির করছেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ চুক্তির বিরুদ্ধে সরব ছিলেন। মূলত আয়ারল্যান্ড সীমান্তে তথাকথিত ‘ব্যাকস্টপ’ ব্যবস্থা নিয়েই তার মূল আপত্তি। এতদিন তিনি সরাসরি ইইউর সঙ্গে বিষয়টি নিয়ে দর কষাকষির পথে না গিয়ে চুক্তি ছাড়াই ব্রেক্সিটের হুমকি দিয়ে আসছিলেন। ফলে তিনি আদৌ কোনো বোঝাপড়া চান কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছিল। এবার জনসন সরাসরি তার দাবি জানিয়ে ইইউর উদ্দেশে একটি চিঠি লিখলেন। ইইউ দেশগুলোর সরকার প্রধানদের পরিষদের সভাপতি ডোনাল্ড টাস্ককে লেখা চিঠিতে বরিস জনসন ব্রেক্সিট চুক্তির মধ্যে ব্যাকস্টপ নিয়ে তার সমস্যার উল্লেখ করেছেন। জনসন জানিয়েছেন, তার পূর্বসূরি  তেরেসা মে এ চুক্তি পুরোপুরি মেনে নিলেও তিনি ব্যাকস্টপ সংক্রান্ত বোঝাপড়া বাতিল করতে চান। এর বিকল্প হিসেবে তিনি পাল্টা প্রস্তাবও রেখেছেন।

সর্বশেষ খবর