বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘যুদ্ধের জন্য প্রস্তুত’ জানালেন ভারতের সেনাপ্রধান

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। আর এই পরিস্থিতিতে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি জানিয়েছেন, পুলওয়ামার বদলায় বালাকোটই শুধু নয়, পাকিস্তানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের জন্য মুখিয়ে ছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি ভূখন্ডে ঢুকে শিক্ষা দেওয়ার সব প্রস্তুতিই সারা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বিকল্প একাধিক পথও ভেবে রাখা হয়েছিল। বালাকোট দিয়ে আকাশপথে হামলাও সেই বিকল্প ভাবনার মধ্যেই ছিল এবং তা দিয়েই পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত ঘটাতে চেয়েছিল ভারতীয় সেনা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ কথা জানান সেনাপ্রধান।

 

সর্বশেষ খবর