বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে নিযুক্ত ব্রিটিশ কর্মকর্তা চীন সীমান্তে আটক

হংকংয়ে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেটের এক কর্মকর্তাকে চীন সীমান্তে আটক করা হয়েছে- এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে গত ৮ অগাস্ট থেকে হংকংয়ের বাসিন্দা সিমন চ্যাংয়ের  কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে। এ বিষয়ে চীনের গুয়াংডং প্রদেশ ও হংকংয়ের কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক দফতর (এফসিও)। বেইজিংয়ের ব্রিটিশ দূতাবাসও চ্যাংয়ের পরিবারকে সবধরনের সহযোগিতা দিচ্ছে, জানিয়েছে বিবিসি। এফসিওর এক মুখপাত্র বলেছেন, ‘শেনজেন  থেকে হংকংয়ে ফেরার পথে আমাদের দলের এক সদস্যকে আটক করা হয়েছে এমন খবরে আমরা উদ্বিগ্ন।’

চ্যাং ব্রিটিশ কনস্যুলেটের স্কটিশ উন্নয়ন আন্তর্জাতিক বিভাগের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এইচকেএফপি।

 

সর্বশেষ খবর