বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ইতালি উপকূলে ভাসছে শতাধিক শরণার্থী

লাম্পেদুসা বন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে স্পেনের দাতব্য সংস্থার একটি জাহাজ শতাধিক শরণার্থী নিয়ে প্রায় ১৯ দিন ধরে ইতালি উপকূলে ভাসছে। ১০ জন শরণার্থী জাহাজ থেকে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে পৌঁছানোর চেষ্টাও করেছেন। স্পেনের দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’ জানায়, তাদের জাহাজে থাকা শরণার্থীদের বেশিরভাগই আফ্রিকার দেশগুলো থেকে আসা। ইউরোপমুখী শরণার্থীদের ঢল সামাল দিতে ইতালি শরণার্থীদের নিয়ে আসা বেসরকারি জাহাজ লাম্পেদুসা বন্দরে ভেড়ার ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে। আফ্রিকার দেশগুলো থেকে আসা শরণার্থীদের বেশিরভাগই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের অন্য দেশে প্রবেশের চেষ্টা করে।

সর্বশেষ খবর