শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে আরও কঠোরতা

কাশ্মীরে আরও কঠোরতা

শান্তি চেয়ে কাশ্মীরের শিশুরাও গতকাল সড়কে নামে -এএফপি

অবরুদ্ধ জম্মু-কাশ্মীর উপত্যকায় গতকাল জুমার নামাজকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। জুমার নামাজের পর রাজধানী শ্রীনগরের জাতিসংঘ দফতর অভিমুখে মিছিল করার ঘোষণা দেয় কাশ্মীরিরা। এর বিপরীতে কয়েকদিনের শিথিলতার পর গতকালই বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শহরের বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ঘোষণার মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এ পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিসেবা বন্ধ রাখা হয়। গ্রেফতার করা হয় সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থি ও ভারতপন্থি রাজনৈতিক নেতাকে। তবে কয়েকদিন ধরে কাশ্মীর উপত্যকায় কড়াকড়ি শিথিল ছিল। রাস্তাঘাটে বেড়েছিল যানবাহনের উপস্থিতি। সন্ধ্যার দিকে দোকানগুলোও খোলা হচ্ছিল। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে আবারও আগের অবস্থায় ফিরে এসেছে কাশ্মীর উপত্যকা। এদিন শ্রীনগরে ‘জাতিসংঘে চল’ (ইউএন চল) নামক বিক্ষোভ ও সহিংসতা হওয়ার আশঙ্কায় স্পর্শকাতর এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকাতে জাতিসংঘ কার্যালয়ের আশপাশে এসএসবি, সিআরপিএফ ও জেকেপি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, শ্রীনগর শহরের প্রধান প্রধান সড়কে অবস্থিত মসজিদগুলো শুক্রবার বন্ধ রাখা হয়েছে। খোলা থাকছে কলোনির ভিতরকার মসজিদগুলো। প্রশাসনিক সূত্রের দাবি, বড় ধরনের জনসমাবেশ ঠেকাতে বিধিনিষেধ আরোপ জরুরি। না হলে ‘দুর্বৃত্তরা’ সমস্যা তৈরি করতে এবং সহিংসতা উসকে দিতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও ল্যান্ডফোন যোগাযোগের সুযোগ সীমিত হওয়ার কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শ্রীনগর শহরের কেন্দ্রীয় এলাকা এখনো অস্থিতিশীল আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর