শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনতে চাইছে ভারত

বিবিসির বিশ্লেষণ

পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনতে চাইছে ভারত

পারমাণবিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও ভারত বহু বছর যাবৎ একটি নীতি মেনে আসছে। আর তা হলো, আক্রান্ত না হলে দেশটি নিজে থেকে কারও ওপর পারমাণবিক হামলা চালাবে না। কিন্তু ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, সে নীতি পুনরায় মূল্যায়নের সময় হয়েছে। আরেক পরমাণু শক্তিধর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যখন দেশটির সম্পর্কে রীতিমতো উত্তেজনা চলছে, তখন ভারতের এমন ঘোষণায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়, তা বিলোপ করার ঘোষণা দেওয়ার পর এ মন্তব্য করেন রাজনাথ। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরের আরেক দাবিদার পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রাজনাথ সিং সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, ভারত এত দিন ওই নীতি মেনে এসেছে। ভবিষ্যতে ‘উদ্ভূত পরিস্থিতির ওপর’ নির্ভর করবে এই নীতির বহাল থাকা না থাকা। ‘ওই নীতি চিরস্থায়ী কিছু নয় এবং বড় কোনো সংকটে পড়লে ভারত ওই নীতিতে অটল থাকবে বিষয়টি তেমন নয়’, বলেন তিনি। সিং পোখরানে বসে এ কথা বলেন। এর একটি তাৎপর্য হলো, নব্বইয়ের দশকের শেষ দিকে পোখরানেই ভারত পরমাণু পরীক্ষা চালিয়েছিল। একই কথা সিং তার নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেন এবং সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে একই বার্তা দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও জারি করা হয়। এটাই ছিল ভারত সরকারের তরফ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ইঙ্গিত যে, ভারত হয়তো শিগগিরই তার ‘নো ফার্স্ট ইউজ ডকট্রিন’ অর্থাৎ আক্রান্ত হওয়ার আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে। অর্থাৎ নিজের নিরাপত্তার স্বার্থে দরকার মনে করলে ভারত নিজেই এখন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।

সর্বশেষ খবর