শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

প্রিয়াঙ্কা চোপড়াকে সরাতে পাকিস্তানের আবেদন নাকচ

প্রিয়াঙ্কা চোপড়াকে সরাতে পাকিস্তানের আবেদন নাকচ

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার পর টুইটারে ‘জয় হিন্দ’ লিখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাতে ক্ষুব্ধ পাকিস্তান জাতিসংঘের কাছে পিয়াঙ্কাকে ‘শুভেচ্ছা দূত’ এর পদ  থেকে সরিয়ে দেওয়ার আবেদন করে। যা নাকচ করে দিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, শুভেচ্ছা দূতরা তাদের নিজস্ব মতামত নিয়ে কথা বলার অধিকার রাখেন। ‘নিজেদের আগ্রহ বা উদ্বেগের বিষয় নিয়ে কথা বলার পূর্ণ অধিকার তাদের আছে।’ প্রিয়াঙ্কা ইউনিসেফের শুভেচ্ছা দূত।

সর্বশেষ খবর