শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করতে চান ট্রাম্প

শত বছর ধরে চলা সাংবিধানিক বিধি বাতিল করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে নাগরিকত্ব পাওয়ার অন্যতম বিধান জন্মসূত্র। অর্থাৎ বাবা-মা বিদেশি হলেও কেউ যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই সে দেশটির নাগরিক হয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করতে চান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এ ধারণা দেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন ব্যক্তিদের এবং যেসব লোক অবৈধভাবে সে দেশে গেছেন তাদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। এই বিধান তিনি বাতিল করতে চান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি অত্যন্ত গভীরভাবে বিবেচনা করছি। বিষয়টা এমন যে, আপনি সীমান্ত দিয়ে আমাদের ভূখন্ডে ঢুকে পড়লেন এবং এরপর একটি সন্তানের জন্ম দিলেন। আর সে আমাদের নাগরিক হয়ে গেল, এটা হাস্যকর।’ অভিবাসীদের বিতাড়নের বিষয়টি ট্রাম্প তার অন্যতম রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছেন। এ বিষয়ে তিনি নির্বাহী আদেশ জারি করে বিভিন্ন পদক্ষেপও নিয়েছেন।

সর্বশেষ খবর