শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দ্বিপক্ষীয়ভাবে কাশ্মীর সমস্যার সমাধান চান ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ভারত-পাকিস্তানের উচিত দ্বিপক্ষীয়ভাবে কাশ্মীর সমস্যা সমাধান করা। এ অঞ্চলের সহিংসতায় তৃতীয় কোনো পক্ষের ‘হস্তক্ষেপ করা’ বা ‘উসকানি দেওয়া’ উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ম্যারাথন আলোচনায় এ মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। প্যারিসের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যভরা রিসোর্টে প্রায় ৯০ মিনিটব্যাপী আলোচনা করেন তারা। এ সময় ভারত ও ফ্রান্সের গতিশীল এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনাও করেন।

সর্বশেষ খবর