সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরের সচিবালয় থেকে খুলে ফেলা হলো রাজ্যের পতাকা

কলকাতা প্রতিনিধি

ভারতের জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর এবার রাজ্যটির সচিবালয় থেকে সরিয়ে ফেলা হলো জম্মু-কাশ্মীরের পতাকা। গতকাল শ্রীনগরে অবস্থিত সচিবালয় (সিভিল সেক্রেটারিয়েট ভবন) থেকে খুলে ফেলা হলো ওই পতাকা। বর্তমানে ওই ভবনটির চূড়ায় কেবলমাত্র দেশটির জাতীয় (তেরঙা) পতাকাই টাঙানো রয়েছে। ৩৭০ ধারার বলেই জম্মু-কাশ্মীরের দুটি পতাকা লাগানোর অধিকার ছিল। এর একটি দেশটির জাতীয় পতাকা, অন্যটি রাজ্যটির পৃথক রাষ্ট্রীয় পতাকা। কিন্তু গত ৫ আগস্ট ভারতের সংসদে জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা খারিজ ও রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল (জম্মু-কাশ্মীর ও লাদাখ) গঠনে বিল পাশ হওয়ায় উপত্যকায় আগের কোনো আইন থাকছে না। ভারত সরকার বলছে রাজ্যের সরকারি ভবনগুলোতে একমাত্র জাতীয় পতাকাই টাঙানো থাকবে। যদিও বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর এখনো অধিকাংশ সরকারি ভবন থেকেই জম্মু-কাশ্মীরের রাষ্ট্রীয় পতাকা খুলে ফেলা হয়নি। গত সপ্তাহের শেষেও একাধিক জায়গায় দেশটির জাতীয় পতাকার পাশাপাশি রাজ্যটির পৃথক রাষ্ট্রীয় পতাকা উড়তে দেখা গেছে। জম্মু-কাশ্মীর প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ‘৩৭০ ধারা অবলুপ্তির অংশ হিসেবেই জম্মু-কাশ্মীরের রাষ্ট্রীয় পতাকা সরিয়ে ফেলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর সরকারিভাবে আত্মপ্রকাশ করার দিন পর্যন্ত অপেক্ষা করা হয়নি।’

সর্বশেষ খবর