সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মর্মান্তিক

ঘুড়ির মাঞ্জায় গলা কেটে মৃত্যু হলো দিল্লিতে। শিশুটির বয়স সাড়ে চার বছর। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির খাজুরি খাস এলাকায়। সনিয়া বিহার এলাকার বাসিন্দা সাড়ে চার বছরের ইশিকা বাবা-মার সঙ্গে বাইকে চেপে যমুনা বাজারের হনুমান মন্দিরে যাচ্ছিল। বাইকের সামনে বসেছিল সে। তখনই রাস্তায় ঝুলতে থাকা এক চিনা মাঞ্জায় তার গলা কেটে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জেপিসি হাসপাতালে। সেখানে ডাক্তাররা জানান, আনার আগেই মৃত্যু হয়েছে ইশিকার। ইশিকার বাবা গিরিশ কুমার জানিয়েছেন, বাইকের গতিও খুব একটা বেশি ছিল না। ঘুড়ির মাঞ্জা দেখতেই পাননি তিনি। হঠাৎ করে দেখেন মেয়ের গলা থেকে রক্ত ঝরছে।  দিল্লিতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। নাইলনের সুতার উপরে সিন্থেটিক আঠা দিয়ে ধাতু ও কাঁচের গুঁড়ো মাখিয়ে তৈরি হয় চীনা মাঞ্জা। ব্লেডের মতো ধারালো এ মাঞ্জা সুতোর সামান্য ঘষাতেই ফালাফালা হয়ে যেতে পারে চামড়া। গলায় চেপে বসলে প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। এ ধরনের মাঞ্জা সুতোকে ক্ষতিকর ও বিপজ্জনক বলে জাতীয় পরিবেশ আদালত এর বিক্রিও নিষিদ্ধ  করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর