সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জেলখানায় সবজি চাষ করেন সেই ধর্মগুরু

জেলখানায় সবজি চাষ করেন সেই ধর্মগুরু

তিনি ভারতে ‘রকস্টার বাবা’ হিসেবে পরিচিত। তবে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুবছর ধরে ভারতের সুনারিয়া জেলে বন্দিল। বহুল আলোচিত সিরসা ডেরার প্রধান গুরমিত রাম রহিম সিং। এই ধর্মগুরু ‘বাবা’ এখন জলখানায় বসে সবজি চাষ করেন। তার প্রিজনার নম্বর ৮৬৪৭। এই দুবছরে তিনি জেলের ভিতরে সবজি চাষ করে আয় করেছেন ১৮০০০ রুপি। তা করতে গিয়ে তার ওজন কমেছে ১৫ কেজি। ৫০তম জন্মদিন পালনের ১০দিন পরেই ডেরা সদর দফতর থেকে তাকে গ্রেফতার করা হয়। হয় গুরমিতকে। ২০১৭ সালের ২৫ আগস্ট তাকে জেলে ঢোকানো হয়। পাঁচকুলার সিবিআই আদালত তাকে ২০ বছরের জেল দেয়। তাকে রাখা হয়েছে সুনারিয়া জেলে। তখন থেকেই এই জেলখানা উচ্চ নিরাপত্তা জোনে পরিণত করা হয়েছে। এ বিষয়ে নজরদারি করেন এমন একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তাদের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল মিডিয়াকে দূরে রাখা। কারণ, তারা অভিযুক্ত ব্যক্তি জেলে কিভাবে সময় কাটাচ্ছেন তার আপডেট জানতে উদগ্রীব ছিল। ওই কর্মকর্তার ভাষায়, তিন কিলোমিটার ব্যাসার্ধের ওই জেল পরিষ্কার পরিচ্ছন্ন।

সর্বশেষ খবর