মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

যুদ্ধবিমান দিয়ে আমাজনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

যুদ্ধবিমান দিয়ে আমাজনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

আগুন নেভাতে ব্যস্ত সেনা সদস্যরা -এএফপি

‘পৃথিবীর ফুসফুস’ আমাজনের আগুন নেভাতে সেনাবাহিনী মোতায়েনের পর এবার যুদ্ধবিমানের সাহায্যে পানি ঢালা চলছে। আমাজনের রন্ডোনিয়া অংশে এভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য রন্ডোনিয়া। আমাজন জঙ্গল তিন সপ্তাহ ধরে পুড়ছে। বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে সেখানে অবশেষে দেশটির সেনাবাহিনীর প্রায় ৪৪ হাজার সদস্যকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জানান, আমাজনঘেঁষা ছয়টি প্রদেশে ৪৪ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর দুটি হারকিউলিস সি-১৩০ বিমান যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে শুরু করে দিয়েছে। বিমান দুটি থেকে ৩ হাজার ১৭০ গ্যালন পানি ফেলা হচ্ছে। আমাজনের আগুনে অন্যতম ক্ষতিগ্রস্ত পোর্তো ভেলহোতে পাঠানো হয়েছে ৭০০ সেনা। এর আগে শনিবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো আমাজনের আগুন নেভাতে সেনাবাহিনী নামানোর ঘোষণা দেন। ‘পৃথিবীর ফুসফুস’কে বাঁচাতে বিশেষ কোনো আগ্রহ না দেখানোয় বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। জি-৭ সম্মেলনে আমাজনের আগুন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাণিজ্যিক লেনদেন বন্ধ করার হুঁশিয়ারি দেন। পাশাপাশি আগুন আয়ত্তে আনতে না পারলে আর্থিকভাবে বয়কটের কথা ভাবছিল জি-৭-ভুক্ত দেশের অনেকটিই। আমাজনের আগুনকে ‘আন্তর্জাতিক সংকট’ বলে আখ্যা দিয়েছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলো। পরিসংখ্যান বলছে, অতীতে কখনো আমাজনে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ডসংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। পৃথিবীতে মোট অক্সিজেনের প্রায় ২০ শতাংশই সরবরাহ করে আমাজন। প্রায় ৩০ লাখ স্বতন্ত্র প্রজাতির গাছপালা ও প্রাণীর আবাসস্থল এই আমাজন।

 

সর্বশেষ খবর