মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ইরানের সঙ্গে নতুন বোঝাপড়ার সম্ভাবনা

ফ্রান্সে জি-সেভেন শীর্ষ সম্মেলন চলাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সংক্ষিপ্ত সফরকে ঘিরে জল্পনা-কল্পনা চলছে। ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উদ্যোগ সফল হলে পারস্য উপসাগর অঞ্চলে শান্তির আশা করা হচ্ছে। এবারের জি-সেভেন শীর্ষ সম্মেলনের সেরা চমক অবশ্যই ইরান। আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফকে আমন্ত্রণ জানিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছেন। জারিফ অবশ্য মূল সম্মেলনে অংশ নেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গেও তার কোনো সরাসরি যোগাযোগ হয়নি। কয়েক ঘণ্টার ফ্রান্স সফরে তিনি শুধু ম্যাক্রোঁ, ফ্রান্সের পররাষ্ট্র ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। সেই সঙ্গে তিনি জার্মানি, ্িব্রটেন ও জাপানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের উল্লেখ করেছেন।

ইরান ও আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে ২০১৫ সালের পরমাণু চুক্তি বাঁচিয়ে রাখতে এবং পারস্য উপসাগর এলাকায় উত্তেজনা কমাতে ফ্রান্সের প্রেসিডেন্ট যে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন, তারই আওতায় জারিফ ফ্রান্স সফর করলেন। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যে কড়া নীতি নিয়ে চলেছে, সে ক্ষেত্রে কোনো রদবদল চোখে না পড়লেও জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই উদ্যোগ সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেননি।

সর্বশেষ খবর