বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

অরুণ জেটলির শেষকৃত্যে বাবুল সুপ্রিয়সহ ১১ জনের ফোন চুরি

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্যে এসে ফোন খুইয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, পতঞ্জলী আয়ুর্বেদের মুখপাত্র এস কে তিজারাওয়ালাসহ ১১ জন। রবিবার দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য অনুষ্ঠানে প্রচ- ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা এ কা  ঘটিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সোমবার এক টুইটে পতঞ্জলীর মুখপাত্র তিজারাওয়ালা জানান, আগের সন্ধ্যায় তার এবং আরও ১০ গণ্যমান্য ব্যক্তির মোবাইল চুরি হয়েছে। এদের মধ্যে বিজেপি নেতা ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়ও আছেন। তিজারাওয়াল তার পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লি পুলিশকে ট্যাগ করেছেন। ‘যখন আমরা অরুণ জেটলির প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছি, তখন যে ফোনে এই ছবি তোলা হয়েছে, সেই ফোনটিও আমাকে শেষ বিদায় জানিয়েছে। দুঃখজনক যে মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ার স্থানকেও ছাড় দেয় না এবং এ সুযোগকে কাজে লাগিয়ে জিনিস চুরি করে,’ বলেন তিজারাওয়ালা। জেটলির শেষকৃত্য অনুষ্ঠান থেকে বাবুল সুপ্রিয়রটাসহ ফোন চুরির পাঁচটি অভিযোগ পেয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

 

 

সর্বশেষ খবর