বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
জবাব দিতে হবে সাত দিনের মধ্যে

কাশ্মীরে সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা কেন, ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মীরে সংবাদমাধ্যমের বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞার জবাব চেয়ে ভারত সরকারকে নোটিস দিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত। এক কাশ্মীরি সাংবাদিকের করা পিটিশনের ভিত্তিতে গতকাল আদালত এ আদেশ দেয়। জম্মু-কাশ্মীর প্রশাসন ও কেন্দ্র সরকারকে সাত দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্যদিয়ে আইনে পরিণত হয় তা। এ পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ঘটনার আগের দিন থেকে ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থি ও ভারতপন্থি রাজনৈতিক নেতাকে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কাশ্মীর টাইমসের নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন। নিষেধাজ্ঞার জেরে সংবাদপত্র ছাপা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তার আবেদনের ভিত্তিতে জম্মু-কাশ্মীর প্রশাসন ও কেন্দ্র সরকারের কাছ থেকে সাত দিনের মধ্যে জবাব চেয়েছে আদালত। শুনানির সময় কেন্দ্রের দ্বিতীয় শীর্ষ আইন কর্মকর্তা তুষার মেহতা আদালতে একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন যেন সরকারকে আনুষ্ঠানিক কোনো নোটিস পাঠানো না হয়। রাজনৈতিক নেতারা আদালতের এ নোটিসকে সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে সে অনুরোধ খারিজ করে দেয় আদালত। প্রধান বিচারপতি গগৈ বলেন, ‘আমরা আদেশ দিয়ে দিয়েছি, এর বদল হবে না।’

সর্বশেষ খবর