শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

দুই দেশের মধ্যে চূড়ান্ত উত্তেজনার মধ্যেই পরীক্ষামূলক ব্যালাস্টিক মিসাইল ‘গজনভি’ উৎক্ষেপণ করল পাকিস্তান। বুধবার গভীর রাতে একটি ট্রেনিং ক্যাম্প থেকে ভূমি থেকে ভূমি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে পাকিস্তানের সামরিক বাহিনী। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল আসিফ গফফুর জানিয়েছেন, এই  ক্ষেপণাস্ত্রটি ২৯০ কিমি দূরে আঘাত হানতে পারে। সফলভাবে উৎক্ষেপণের জন্য প্রধানমন্ত্রী ইমরান খান ও রাষ্ট্রপতি আরিফ আলভি পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

‘গজনভি’র বিশেষত্ব হলো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। সে কারণেই প্রয়োজন মাফিক একে ব্যবহার করার সুবিধা অনেক বেশি। ১৯৯৫ সালে প্রথমবার ওই  ক্ষেপণাস্ত্রের  উৎক্ষেপণ হয়। পরে সেটিতে আরও পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান সামরিক দফতরের মুখপাত্রের দাবি, এই বিশেষ ক্ষেপণাস্ত্রে রয়েছে ব্যালাস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম। এর ফলে বহুদূর থেকে আসা মিসাইলকে প্রতিহতও করতে পারবে এই অস্ত্রটি। গত জানুয়ারি মাসেও পাকিস্তান একটি ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা করেছিল। ইতিমধ্যে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে আন্তর্জাতিক মঞ্চে গেছে পাকিস্তান। সেখানে যদিও খুব সুবিধা হয়নি। ভারত অবশ্য কাশ্মীরবিষয়ক সিদ্ধান্তকে অভ্যন্তরীণ বিষয়ই বলেছে প্রথম থেকে, অনড় থেকেছে নিজের অবস্থানে।

সর্বশেষ খবর