শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তিন মাসের মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধ

-পাকিস্তানের রেলমন্ত্রী

আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধ বাধতে পারে। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশেদ আহমেদ বুধবার এই ভবিষ্যদ্বাণী করেছেন। গতকাল টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিজ শহর রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, কাশ্মীরের মুক্তির জন্য চূড়ান্ত সংগ্রামের সময় এসে গেছে। শেখ রাশেদ আহমেদ সতর্ক করে বলেন, এবার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে তা হবে শেষ যুদ্ধ। কাশ্মীরের ভাগ্য এখন কাশ্মীরি তরুণদেরই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী। তার অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরে অশান্তি সৃষ্টি করছেন।

সর্বশেষ খবর