রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হিলারির কাহিনি নিয়ে সিরিজ বানাচ্ছে নেটফ্লিক্স

হিলারির কাহিনি নিয়ে সিরিজ বানাচ্ছে নেটফ্লিক্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে হিলারি ক্লিনটনের ব্যর্থতার কাহিনি অবলম্বনে সিরিজ বানানোর ঘোষণা দিয়েছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। সাংবাদিক অ্যামি চোজিকের স্মৃতিকথামূলক বই ‘চেজিং হিলারির’ একটি অধ্যায়ের ওপর ভিত্তি করে নতুন এ সিরিজটি নির্মিত হবে, বলেছে তারা। চোজিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক হিসেবে ২০১৬-র নির্বাচন কভার করেছিলেন, জানিয়েছে বিবিসি। নেটফ্লিক্স বলছে, হিলারির প্রেসিডেন্ট দৌড়ের ওপর ভিত্তি করে বানানো এ সিরিজটির নাম হবে ‘গার্লস অন দ্য বাস’, এতে এক প্রেসিডেন্ট প্রার্থীকে ৪ নারী সাংবাদিকের অনুসরণের কাহিনি দেখানো হবে।

তুমুল লড়াইয়ের পরই ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠানটি চোজিকের বইয়ের স্বত্ব জিতে নেয়। নিউইয়র্ক টাইমস বইটির সঙ্গে হেলেন ফিল্ডিংয়ের জনপ্রিয় উপন্যাস ‘ব্রিজেট জোনসের ডায়েরি’র তুলনা করেছিল। নেটফ্লিক্স জানিয়েছে, চোজিক ‘গার্লস অন দ্য বাস’ সিরিজের নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকবেন, তার সঙ্গে ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর নির্বাহী প্রযোজক জুলি প্যালেকও সিরিজটির চিত্রনাট্য লিখবেন।

বিবিসি বলছে, ১৯৭২ সালে প্রকাশিত বই ‘দ্য বয়েজ অন দ্য বাস’ অনুকরণে নেটফ্লিক্সের এ সিরিজটির নাম নেওয়া হয়েছে। টিমোথি ক্রৌজের বইটি ১৯৭২ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুরুষ সাংবাদিকদের ভূমিকা অবলম্বনে লেখা হয়েছিল।

সর্বশেষ খবর