রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
টুইনটাওয়ার হামলা

৫ জনের বিচার হবে সামরিক আদালতে

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার ২০ বছর পর বিচার শুরু হতে যাচ্ছে অভিযুক্ত মূল পরিকল্পনাকারী শেখ খালিদ মোহাম্মদসহ পাঁচজনের। ২০২১ সালের জানুয়ারিতে গুয়ান্তানামোর একটি সামরিক আদালতে তাদের বিচার শুরু হবে বলে জানিয়েছে বিবিসি। খালিদসহ পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, সন্ত্রাসবাদ ও তিন হাজার লোককে হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদ- দেওয়া হতে পারে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার বিমান হামলায় ধ্বংস হয় টুইন টাওয়ার। একই দিন আল-কায়েদা ওয়াশিংটন ও পেনসিলভানিয়াতেও হামলা চালিয়েছিল। ২০০৩ সালে খালিদকে পাকিস্তান থেকে আটক করা হয়। পরে তাকে গুয়ান্তানামো কারাগারে স্থানান্তর করা হয়। ২০০৮ সালে খালিদ জানিয়েছিলেন, তিনি দোষ স্বীকার করতে চান এবং শাহাদতকে বরণ করে নেবেন। ২০০৯ সালে ওবামা প্রশাসন খালিদের বিচার কার্যক্রম নিউইয়র্কে স্থানান্তরের উদ্যোগ নেয়। তবে ২০১১ সালে কংগ্রেসের বিরোধিতার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। শেষ পর্যন্ত ২০১১ সালের জুনে খালিদসহ পাঁচজনের বিরুদ্ধে জর্জ ডব্লিউ বুশ প্রশাসন যে অভিযোগ গঠন করেছিল সেই অভিযোগই আনা হয়।

সর্বশেষ খবর