সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবশেষে পরিবারের সঙ্গে দেখা কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর

অবশেষে পরিবারের সঙ্গে দেখা কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর

আটকের প্রায় একমাস পর জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আগস্টের শুরুতে ভারতের পার্লামেন্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে থাকা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং ওই অঞ্চলকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভাগ করার আগে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবাকে গ্রেফতার করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরপরই ওমরকে এ হরি নিবাসে নিয়ে আসা হয়। গ্রেফতারের পর থেকে এ কয়েক সপ্তাহে ওমরের দাড়িও বড় হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের এ নেতার সঙ্গে শনিবার বোন সাফিয়া ও বোনের ছেলেমেয়েদেরও ২০ মিনিট দেখা করার অনুমতি দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার মেহবুবার সঙ্গে তার মা ও বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে সূত্রগুলো। চেশমাশাহিতে পর্যটন কর্তৃপক্ষের একটি স্থাপনাকে সাবজেল বানিয়ে এ পিডিপি নেতাকে সেখানে বন্দী রাখা হয়েছে। ওমরের বাবা ফারুক আবদুল্লাহকেও গৃহবন্দী করে রাখা হয়েছে। তিন বারের এ মুখ্যমন্ত্রীকে ফোন করতে বা ধরতেও অনুমতি দেওয়া হচ্ছে না বলে এনডিটিভি জানিয়েছে। এ সময়ে তিনি ছেলের সঙ্গে দেখা করার ধারাবাহিক অনুমতি চেয়েও ব্যর্থ হয়েছেন। মেহবুবা ও ওমর, দু’জনের কাউকেই টিভিতে সংবাদ দেখতে কিংবা সংবাদপত্রের খবর পড়তে  দেওয়া হচ্ছে না বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর